আইটিসির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১৩:৫৫:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টসের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে  ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং ঋণমান ‘এ২’ হয়েছে। কোম্পানির ৩০ জুন, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে সিআরএবি।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৫১.০৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৪.২৪ শতাংশ এবং ২৪.৬৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

সান বিডি/এসকেএস