শেয়ার দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-১১ ১৬:৩৫:৪৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৮.১০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১৯.৯০ টাকায়। অর্থাৎ আজ প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৯০৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯০১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.৭৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.৬০ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৫২ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস