বসুন্ধরা পেপারের আইপিও’র অর্থ ব্যবহার সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১৬:৫১:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বছরে ৪০০ কোটি আয়ের টার্গেট নিয়ে নতুন অটোমেটেড টিস্যু মেশিন স্থাপনের কাজ সম্পন্ন করেছে । এই মেশিন স্থাপনের মধ্য দিয়ে কোম্পানিটির আইপিও’র মাধ্যমে উত্তোলিত অর্থের সম্পূর্ণ ব্যবহার সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির প্রতিস্থাপিত মেশিন দিয়ে বছরে ৩০ হাজার মেট্রিক টন টিস্যু উৎপাদন করা যাবে। নতুন এই মেশিনে উৎপাদিত পণ্যে আয় হবে বছরে ৪০০ কোটি টাকা এবং কর পরিশোধের পর মুনাফা হবে ৩৬ কোটি টাকা। ট্রায়াল প্রডাকশন সফলভাবে শেষ হওয়ার পর ইতিমধ্যে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। উল্লেখ্য, মেশিনটি প্রতিস্থাপন করার আগে বসুন্ধরা পেপার মিলস বছরে ১ লাখ ১৩ হাজার ৫০ মেট্রিক টন টিস্যু এবং পেপার উৎপাদন করতো।

সান বিডি/এসকেএস