১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’ । ৫২’র প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে দেশের ৫২টি হলে। তথ্য নিশ্চিত করেছে ছবির পরিবেশক ‘দ্য অভি কথাচিত্র।
‘ফাগুন হাওয়ায়’ছবিটি নির্মিত হয়েছে টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় । নুসরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ।
ছবি প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরে ছবিটির মুক্তির আয়োজন হলেও ‘‘ফাগুন হাওয়ায়’’-এর গল্প বায়ান্নর প্রেক্ষাপট ঘিরে। ছবিটিতে ৫২-এর ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয় ও কমেডিও আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।’
‘ফাগুন হাওয়ায়’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ।
এরই মধ্যে মুক্তিপ্রতীক্ষিত ছবিটির ট্রেলার ও টিজার মুক্তি পেয়েছে অন্তর্জালে। তারপর থেকে ছবিটি নিয়ে মানুষের মাঝে এক ধরনের আগ্রহ তৈরী হয়েছে। এখন পুরোদমে ছবির প্রচারণা চলছে।