
পুঁজিবাজারে আসতে আগ্রহী সিলকো ফার্মার প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শুরু আগামী ৭ মার্চ। যা চলবে ১৯ মার্চ পর্ন্মেত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে গত ১৯ ডিসেম্বর কোম্পানিটির আইপিও’র অনুমোদন দিয়েছিলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
জানা যায়, আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি । কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ৩ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩১ মার্চ ২০১৮, ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ২৬.৬৩ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ক্যাপিটাল এন্ড রিসোর্সেস লিমিটেড, ইভিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট ।
সান বিডি/এসকেএস