আইপিওর অব্যবহৃত টাকা অবকাঠামো উন্নয়নে ব্যবহার করবে আমরা নেট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১২ ১২:১০:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অব্যবহৃত টাকা অবকাঠামো উন্নয়নের জন্য বিএমআরই প্রকল্পে ব্যবহার করতে চায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওর অব্যবহৃত ফান্ড বিএমআরই প্রকল্পে ব্যবহারের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসইসি) অনুমোদন করেছে। আমরা নেট অবকাঠামো উন্নয়নের জন্য ৩৯ লাখ ৫২ হাজার ২৯৮ টাকা ব্যয় করবে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৯ লাখ ৫২ হাজার ২৯৮ টাকা ফ্রিজ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচালনা পর্ষদ এই টাকা কোম্পানির অবকাঠামো উন্নয়নে ব্যয় করতে চায়।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুজিবাজার থেকে ৫৬ কোটি টাকা তুলেছিল কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির ঋণ পরিশোধ, আধুনিকায়ন এবং ব্যবসা সম্প্রসারণে কাজে লাগানোর কথা ছিল।
উত্তোলিত অর্থ থেকে ১২ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৫৮৫ টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। কোম্পানির অবকাঠামোগত উন্নয়নের জন্য (বিএমআরই) ব্যয় করা হবে ১৫ কোটি ৫২ লাখ ২ হাজার ৫০০ টাকা। কোম্পানিটি ১৩ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা ব্যয় করে , ডাটা সেন্টার স্থাপন করবে। আর বিভিন্ন জায়গায় ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য যাবে ১৪ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ২৭১ টাকা।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১পয়সা।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৩৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১২ নভেম্বর।
২০১৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের ৩৩.০৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। ২৫.১০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে। আর বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৬.১২ শতাংশ এবং ২৫.৭৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
সান বিডি/এসকেএস