সূচকের সামান্য পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১২ ১৫:০৮:৪২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৯ পয়েন্টে
ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইতে ৯০১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৭১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ১৮২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৭ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির শেয়ার দর। সিএসইতে ২৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস