
বরাবরই ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে মাশরাফি-সাকিবদের। আর প্রতিপক্ষ যদি হয় নিউজিল্যান্ড তবে যেন সাহসটা বেড়ে যায় আরও কয়েকগুণ।
পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ে ব্যতীত নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ভালো জয়ের হার বাংলাদেশের। এখনও পর্যন্ত তাদের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে টাইগাররা। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে কিউইদের বিপক্ষে টানা ৭ ওয়ানডে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। যা নেই জিম্বাবুয়ে ব্যতীত অন্য কোনো দলের সঙ্গে।
এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে অপরাজিত রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ২০১৭ সালে আয়ারল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে এবং একই বছর ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পেয়েছিল বাংলাদেশ। জয়ের এ ধারাকে টানা তিন ম্যাচে পরিণত করতেই আগামীকাল (বুধবার) সকালে নিউজিল্যান্ডের নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বুধবার ১ম ম্যাচে নামার আগে তাই ভীষণ সতর্ক নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাকলিন পার্কে দলের অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলকে বিপজ্জনক উল্লেখ করে কিউই অলরাউন্ডার টড অ্যাস্টল বলেন, ‘আমি সবসময়ই মনে করি তারা বিপজ্জনক দল। তারা নিশ্চিতভাবেই ভালো রান করতে পারে। এছাড়া তাদের স্পিনের বিপক্ষে এটা বেশ কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করি । দেখতে হবে আমরা তাদের কতটা পরীক্ষা নিতে পারি এবং চাপে ফেলে ম্যাচটা জিততে পারি কি-না।’
ভারতের বিপক্ষে ওয়ানডেতে হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। সে সিরিজের ইতিবাচক দিকগুলো বাংলাদেশের বিপক্ষেও কাজে লাগানোর কথা জানান ৩২ বছর বয়সী এ লেগস্পিনিং অলরাউন্ডার।