লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১২ ১৭:৩৮:৩৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৭ হাজার ২৫৬ বারে  ২ কোটি ১০ লাখ ৮৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ৪৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির এক হাজার ৮৩৯ বারে ১২ লাখ ২৯ হাজার টি শেয়ার লেনদেন করে।

লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, গ্রামীণফোন, মুন্নু জুট স্ট্যাফলার্স, নুরানি ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।

সান বিডি/এসকেএস