চার কোম্পানিকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত ডিএসইর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১২ ২০:৫৪:২৬

পুঁজিবাজারের তালিকাবুক্ত চার কোম্পানিকে তালিকাচ্যুত্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন ও সাভার রিফ্রেক্টরিজ। তবে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তর করার কথাও বলেছে ডিএসই। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য লিখিতভাবে জানানো হবে।
ডিএসইর এক পরিচালক বলেন, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন ও সাভার রিফ্রেক্টরিজকে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসি মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনের অনুমোদনের জন্য চিঠি দেওয়া হবে।
তিনি আরও বলেন, তালিকাচ্যুতির তালিকায় আরও ১৫টি কোম্পানি রয়েছে। যেগুলোকে ধাপে ধাপে তালিকাচ্যুত করা হবে।
এর আগে গত বছরের ১৮ জুলাই রহিমা ফুড ও মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংকে সব মার্কেট থেকেই তালিকাচ্যুত করা হয়েছে। সেগুলোকে ওটিসি মার্কেটে প্রেরণ করা হয়নি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













