এসিআইর লোকসান তদন্তের সিদ্ধান্ত ডিএসইর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১০:০০:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই এর বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এসিআই এর ১জন বিনিয়োগকারীর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এসিআই এর পরিশোধিত মূলধনের তুলনায় সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় ধরণের লোকসান রয়েছে। আর এই লোকসান টানতে গিয়ে তাদের মুনাফা ভাল আসছে না।
বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন করে এমন উচ্চাভিলাসী বিনিয়োগ এবং লোকসানের নৈতিক ভিত্তি আছে কী না তা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন বিনিয়োগকারীরা। এর প্রেক্ষিতে বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমন।
কমিটি এসিআই এর বিনিয়োগ ও লোকসান পর্যালোচনা করবে এবং এর নৈতিক ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে।
দ্বিতীয় প্রান্তিকে এসিআই লিমিটেডের (জুলাই–ডিসেম্বর, ১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭২ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৮) কোম্পানির সমন্বিত লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৫ টাকা ৪৪ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১২ টাকা ৭৩ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













