
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের নিট মুনাফা গত বছরের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কমেছে। এই মুনাফা ৩ কারণে কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লংকাবাংলা ফিন্যান্স গত বছরে তার সহযোগী কোম্পানি থেকে ২৪.৫ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ অর্জন করেছিল। এই বছর সহযোগী কোম্পানি থেকে কোনো লভ্যাংশ পায়নি।
শেয়ারের বিনিয়োগ গত বছরের তুলনায় ২৭.৩ মিলিয়ন টাকা কমেছে। এছাড়া বিনিয়োগের মূল্য ১০৮ মিলিয়ন টাকা বেড়েছে।
সম্পদের গুণগত মান হ্রাসের কারণে ইজারা, ঋণ অগ্রগতির জন্য ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১২০ কোটি টাকা বেড়েছে।
প্রসঙ্গত, লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৮৫ পয়সা। যা এর আগের বছর ছিল ৪ টাকা ১৫ পয়সা।
আর এককভাবে হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যা এর আগের বছর ছিল ২ টাকা ৯৫ পয়সা।
আর সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৪ পয়সা। আর এককভাবে হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৭ মার্চ।
সান বিডি/এসকেএস