জমি কিনবে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১২:০০:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া মৌজায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিভিন্ন মালিকের কাছ থেকে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ০.৩৭৯৪ একর বা ৩৭.৯৪ ডেসিমেল জমি মোট ১ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে। জমির রেজিষ্ট্রেশন এবং বিবিধ খরচ ধরা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা।

সান বিডি/এসকেএস