সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১৫:২৯:১৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ লেনদেন। আর টাকার পরিমানে লেনদন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, দর কমেছে ১৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।

আজ ডিএসইতে ৭১২ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯০১ কোটি ৩৯ লাখ টাকার। অর্থাৎ আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৮৮ কোটি টাকা কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টির দর। আর ২৭ কোটি ২১ লাখ ৫১ হাজার ৬৫৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস