ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১৬:০৭:১৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ১১টি কোম্পানির ৩৫ লাখ ৯৪ হাজার ৩৭১টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মাধ্যমে ব্লকে ৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ফাস ফাইন্যান্সের। কোম্পানিটির ৩ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার ৩০ লাখ ১৮ হাজার ১৯২টি শেয়ার ১ বার হাত বদল হয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে নাভানা সিএনজির।

এছাড়া সিভিও পেট্রোকেমিক্যালের ৩০ লাখ ৭৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ৯২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭৫ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৫ লাখ ৫১ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরেরের ১৬ লাখ ৬৯ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৩১ হাজার টাকার, এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস