শেয়ার দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৩ ১৬:২১:৫২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে ২২ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ আজ গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৪২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৭৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৭.২৯ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস