২ ব্যক্তি এক প্রতিষ্ঠানকে বিএসইসির ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৩ ১৭:৩০:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ার নিয়ে কারসাজি করায় দুই ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)।
বুধবার অনুষ্ঠিত ৬৭৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, শাহজিবাজার পাওয়ারের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার গোলাম মোস্তফা, নাসিমা আক্তার লতা এবং স্টার শেয়ারবাজার লি: প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রয় এবং সংরক্ষণ করে। এর মাধ্যমে তারা বাজারে শাহজিবাজারের শেয়ারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে শেয়ারের মূল্য বৃদ্ধিতে অবদান রাখে। এর মাধ্যমে তারা সিকিউরিটিজ আইন ভঙ্গ করে। এর জন্য ৫৪৬তম কমিশন সভায় তাদের বিরুদ্ধে পুঁজিবাজার স্পেশাল ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়েছিল।
এমন অবস্থায় অভিযুক্তদের আবেদনের প্রেক্ষিতে কমিশন মামলা না করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। আজকের কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোস্তফাকে এক কোটি টাকা, নাসিমা আক্তার লতাকে ৫০ লাখ টাকা এবং স্টার শেয়ার বাজার লি: কে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













