বিচ হ্যাচারির এজিএম ২৮ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১০:৩৭:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি ২৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন তারিখ ও সময় ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ২৮ মার্চ সকাল সাড়ে ১১টায় উত্তরা কমিউনিটি সেন্টার, হাউজ-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা মডেল টাউনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৫০ পয়সা।

সান বিডি/এসকেএস