
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৪৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) এই মুনাফা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৬ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩৬ টাকা বা ৪৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫২ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২ টাকা বা ৩৮ শতাংশ।
কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৬.৩০ টাকায়।
সান বিডি/এসকেএস