ইইউর ৪৩% ভুট্টা আমদানি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১১:২০:১৮
বিদায়ী বছরের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ভুট্টার ২০১৮-১৯ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের প্রথম ২২৫ দিনে (১ জুলাই-১০ ফেব্রুয়ারি) এসব দেশে কৃষিপণ্যটির সম্মিলিত আমদানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেড়ে দেড় কোটি টন ছাড়িয়ে গেছে। ইউরোপিয়ান কমিশনের (ইসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভুট্টা আমদানিকারকদের তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে প্রথম। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুমের ১ জুলাই-১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজার থেকে ইইউভুক্ত ২৮ দেশে সব মিলিয়ে ১ কোটি ৫১ লাখ টন ভুট্টা আমদানি হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি। ২০১৭-১৮ মৌসুমের একই সময়ে ইইউভুক্ত দেশগুলো মোট ১ কোটি ৫ লাখ টন ভুট্টা আমদানি করেছিল। খবর এগ্রিমানি