নতুন ফিচার জিমেইল ও গুগল ডকে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১২:২৩:৫৬

গুগল তাদের জিমেইল এবং ডকের জন্য নতুন ফিচার এনেছে। জিমেইলের নতুন ওই ফিচারে কারও পাঠানো মেইল খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। ইনবক্সে আসা মেইলের উপর ক্লিক বা ট্যাপ করলে অনেক বড় একটা লিস্ট পাওয়া যাবে। সেই লিস্ট থেকেই পুরো মেইলটি না পড়েও ফিরতি মেইল পাঠানো, অন্য কাউকে ফরোয়ার্ড করা, ডিলিট করা, সেটা আর্কাইভ করাসহ আরও বেশ কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। গুগল টিম জানিয়েছে, ফিচারটি এখন শুধুমাত্র গুগলের জি স্যুট ব্যবহারকারীরাই পাবেন। তবে খুব শিগগির সেবাটি সবধরনের ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এছাড়াও গুগল ঘোষণা করেছে তাদের ডকে আসা নতুন কিছু ফিচার। এসব ফিচারের মাধ্যমে ডেভেলপাররা স্বয়ংক্রিয়ভাবে সেখানে প্রোগ্রামিং ইন্টারফেইস পাবেন। সেখানে টেক্সটে প্রবেশ করা, সেটার বদল করা বা সেটা ম্যানেজ করার লিস্ট পাবেন। এক্ষেত্রে কেউ যদি কোন ইনভয়েস নিয়ে কাজ করে তবে সেখানে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে তথ্য ও পণ্যের নাম্বার যুক্ত করে দেবে। এটা একই ধরনের ডেটা যাদের টাইপ করতে হয় তাদের সময় অনেকটাই বাঁচিয়ে দেবে বলে জানায় গুগল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












