ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৫:৪৭:৫৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ১৭ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির ৭ কোটি ৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ লাখ ১০ হাজার টাকার, বিডিকমের ৬১ লাখ ৫৯ লাখ টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭৪ লাখ ৬০ হাজার টাকার, নাভানা সিএনজির ৫৬ লাখ ৯৭ হাজার টাকার, সুহৃদের ১ কোটি ৭১ লাখ টাকার এবং এসকে ট্রিমসের ৭৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস