শেয়ার দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৫:৫৭:৫৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৮৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৭৪ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৬৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস