শেয়ার দর পতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৪ ১৬:০৫:০৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার সাভার রিফ্র্যাক্টরিজের শেয়ার দর ছিল ১২৫.১০ টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১২.৬০ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ১২.৫০ টাকা বা ৯.৯৯ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা কনডেন্সড মিল্কের ৯.৮০ শতাংশ, ইমাম বাটনের ৯.৭৬ শতাংশ, মেঘনা পেটের ৯.৭৪ শতাংশ, দুলামিয়া কটনের ৯.৬৮ শতাংশ, সমতা লেদারের ৯.৬৪ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.০৪ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬.৯১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.২৯ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৬.১৫ শতাংশ কমেছে।

সান বিডি/এসকেএস