বিদায়ী সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১১৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৩ কোটি ১৭ লাখ ১২ হাজার টাকা বা ৮৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার।
বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির ৭৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪ লাখ ৭৮ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের।
এছাড়া বিবিএস কেবলসের ৩২ লাখ ৯৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২৭ লাখ ৮৫ হাজার টাকার, ইনটেকের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৫২ হাজার টাকার, নাভানা সিএনজির ১ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকার, শেফার্ডের ১৭ লাখ ১৬ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকার, ইবনে সিনার ৩ কোটি ৩১ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯৪ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ১২ লাখ ৩০ হাজার টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ৩৩ লাখ ৮৪ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬৪ লাখ ১৯ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৫৫ লাখ ৮৯ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ১৭ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ২৫ লাখ ৩১ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৩ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৫ লাখ টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৩০ লাখ ৭৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার, জেনেক্সের ১৪ লাখ ৯২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭৫ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৫ লাখ ৫১ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ লাখ ১০ হাজার টাকার, বিডিকমের ৬১ লাখ ৫৯ লাখ টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার, সুহৃদের ১ কোটি ৭১ লাখ টাকার, সিমটেক্সের ৬৮ লাখ ২০ হাজার টাকার, সিঙ্গার বিডির ৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৭৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস