বিদায়ী সপ্তাহে কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৬ ১০:২৭:০২


বিদায়ী সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪১ কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭৮ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৬৫৬ টাকা বা ১ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১১৯ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৬৫৬ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮১৫ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ২০০ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৭৩১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫৩১ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বা ১.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা ০.৯০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১১ ও ১৯৯৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ১৩৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার ২৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৯৫৯ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৩ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৮১ টাকা বা ৯ শতাশ কমেছে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, দর কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সান বিডি/এসকেএস