সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৬ ১১:২৪:২৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ।  সপ্তাহজুড়ে ফরচুন সুজের ২৪১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহের মোট লেনদেনের ৫.৯১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের এবং ১৪৪ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হলে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭২ কোটি ৬ লাখ ৫৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৯ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৬৯ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকার, নূরানি ডাইংয়ের ৬৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৭ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার এবং জেনেক্স ইনফোসিসের ৬৬ কোটি ৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস