সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৬ ১৫:৪৯:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়অ সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২০ দশমিক ৫০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্যাক্ট্রিজ লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৯.৪৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ০৮ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, জুট স্পিনার্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস, এমারেল্ড অয়েল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সান বিডি/এসকেএস