আজ থেকে মার্জিনে এমএল ডাইংয়ের শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৭ ১১:৩৩:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেড আজ রোববার থেকে মার্জিনে ফিরছে। ক্যাটাগারি পরিবর্তনের কারণে ৩০ কার্যদিবস নন-মার্জিন শেয়ার হিসাবে লেনদেন করার পর তারা মার্জিনে ফিরছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৬ জানুয়ারী হতে ‘এন’ ক্যাটাগরি হতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়ে নন-মার্জিন বা অঋণযোগ্য শেয়ার হিসাবে এমএল ডা্ইংয়ের লেনদেন শুরু হয়। সিকিউরিটিজ আইন প্রতিপালন করে আজ (১৭ ফেব্রুয়ারী) রোববার হতে কোম্পানিটির শেয়ার মার্জিনেবল শেয়ার বা ঋণযোগ্য শেয়ার হিসাবে লেনদেন হবে।

জানা যায়, ৩০ জুন ২০১৮ হিসাব বছরের জন্য এমএল ডাইং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৫ পয়সা।

এদিকে, চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ পযসা। আয় বেড়েছে ১০ দশমিক ১১ শতাংশ। এতে দেখা যায়, দুই প্রান্তিকেই কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধি রয়েছে।

গতবছর ১৭ সেপ্টেম্বর পুঁজিবাজারে এমএল ডাইংয়ের লেনদেন শুরু হয়। এ সময়ের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির সর্বোচ্চ শেয়াদর উঠে ৫৯ টাকা ৮০ পয়সা। গত বৃহস্পতিবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে এর মূল্য আয় অনুপাত ২৯ দশমিক ৬২।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এমএল ডা্ইংয়ের মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ২৪ লাখ ৯২ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৪০৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৮৯ শতাংশ,এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।

সান বিডি/এসকেএস