শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৭ ১৫:৪২:৫৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  এস আলম কোল্ড রোল্ড স্টিলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর ছিল ৩০.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩৩.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম কোল্ড রোল্ড স্টিল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৯.৯১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৯০ শতাংশ বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯.১৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.১১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৫.৯৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫.৬২ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ৫.১৬ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস