ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৭ ১৫:৪৭:১২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭টি কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ব্লক মার্কেটে লেনদেন অংশ নেয় ৭ কোম্পানির ৩৩ লাখ ৭৯ হাজার ৮৩৭টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সবচেয় বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। কোম্পানিটির ৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লাখ ৯৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২৪ লাখ ৮৬ হাজা টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪৫ লাখ টাকার এবং এমএল ডাইংয়ের ২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস