লেনদেনের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৭ ১৭:৫৯:১০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬ হাজার ২০৬ বারে ৩৬ লাখ ৭৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানির ২৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ৬২ লাখ ৮৮ হাজার টি শেয়ার লেনদেন করে।
তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক, মুন্নু সিরামিক, ভিএফএস থ্রেড ডাইং,বেক্সিমকো, নুরানি ডাইং, এসকে ট্রিমস ও অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












