দেশে বিশেষায়িত ডাক্তারের সংখ্যা ৬৮৩৭
আপডেট: ২০১৫-১১-০৯ ১৮:৩৩:২২
বর্তমানে দেশে বিদ্যমান সরকারি বিভিন্ন বিভাগে বিশেষায়িত ডাক্তারের সংখ্যা ছয় হাজার ৮৩৭ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার বিকালে জাতীয় সংসদের অষ্টম অধিবেশেনে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যমান সরকারি বিভিন্ন বিভাগের জন্য বিশেষায়িত (স্পেশালাইজড) ডাক্তারের সংখ্যা ৬৮৩৭টি এবং এই সংখ্যা দেশের চাহিদার তুলনায় যথেষ্ট নয়। বিশেষায়িত ডাক্তার তৈরির লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক ইতিমধ্যে ১৩টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছেন।
নাসিম বলেন, স্বাস্থ্য শিক্ষায় স্নাতকোত্তর পর্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যতিত দেশে অন্য কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় না থাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সৃজনে চাহিদা অনুযায়ী শিক্ষা সুবিধা প্রদান করা যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি কেরে দেশেই সাধারণ মানুষকে উন্নততর চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ২০১৪ তারিখে প্রধানমন্ত্রীরর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জাতীয় স্বাস্থ্য কাউন্সিল’ এর সভায় চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহীত হয়।
সানবিডি/ঢাকা/রাআ