শেয়ার দর বৃদ্ধির শীর্ষে পেনিনসুলা চিটাগং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৬:৪২:৩৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার পেনিনসুলার শেয়ার দর ছিল ২৮.২০ টাকায়। সোমবার লেনদেন শেষে পেনিনসুলার শেয়ার দর দাঁড়ায় ৩১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৪.৮১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩.৬৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২.৯১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৮৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ২.৮১ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৫ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ২.৩৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












