বেড়েছে সূচক, কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৯ ১৫:৩০:৫০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৫ পয়েন্টে।
লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
ডিএসইতে ৬১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ২৭৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
সিএসইতে ২১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












