
পুঁজিবাজারের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আজ কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুলাই থেকে ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.২৩ টাকা।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.৩৪ টাকা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.৪৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা ঋণাত্মক।