স্পট মার্কেট থেকে মূল মার্কেটে মুন্নু জোট ও মুন্নু সিরামিক

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৯ ২১:৫৩:২৯


স্পট মার্কেট থেকে মূল মার্কেটে যাচ্ছে মুন্নু জোট স্ট্যাপ্লার,মুন্নু সিরামিক এবং স্ট্যাইল ক্রফট। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে গত বছরের ১৫ আগস্ট কোম্পানিগুলোর লেনদেন স্থগিত করা হয়। প্রথম পর্যায়ে ৩০ কার্যদিবস এবং পরবর্তীতে আরও ১৫ কার্যদিবস লেনদেন স্থগিত থাকে। কোম্পানিগুলোর অস্বাভাবিক লেনদেনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলো বিএসইসি। একই সঙ্গে গঠন করা হয় তদন্ত কমিটি।

বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে কোম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। যা আগামি ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর।