সাইফুলকে ৫০ লাখ টাকাসহ ১ কোটি ৩৫ লাখ জরিমানা করলো বিএসইসি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২০ ০০:২৩:৩৩


বাজারের কয়েকটি কোম্পানির অস্বাভাবিক লেনদেন করার কারণে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের সিইও (সাবেক সিবিসিআইএল) মো. সাইফুলকে ৫০ লাখ টাকা জরিমান করেছে বিএসইসি।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির সূত্র মতে, বাজারের অস্বাভাবিক লেনদেন ও কারসাজি সনাক্ত করার জন্য বিএসইসি একটি তদন্ত কমিটি করে। কমিটি কমার্ ব্যাংক সিকিউরিটিজে লেনদেন হওয়া মুন্নু জুট স্টাফলাস, মুন্নু সিরামিক, কুইন সাউথ, ইস্টান লুব্রিকেন্টস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ নিয়ে তদন্ত করে।

সেখানে দেখা যায়, কমাস ব্যাংক সিকিউরিটিজের তৎকালীন এভিাপি মো. সাইফুল ইসলাম অ্যান্ড অ্যাসেসিয়েটস ( মো. সাইফুল ইসলাম এবং আসমা চৌধুরী), মো. আলী মনসুর অ্যান্ড অ্যাসেসিয়েটস, মকবুল কুমার সাহা অ্যান্ড অ্যাসেসিয়েটস, কমার্স ব্যাংকের ভিপি মো. আব্দুল হালিম, ভিপি ও সিএফও মোহাম্মদ সাইফুল ইসলাম, পদ্মা গ্লাস লিমিটেড  অ্যান্ড অ্যাসেসিয়েটস, আবদুল কাইয়ুম অ্যান্ড অ্যাসেসিয়েটস উল্লেখিত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধিতে  ভূমিকা রেখেছে। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৬৯ এর সেকসন ১৭ এর (ই)(ভি) লংঘন করেছে।

বিষয়টি প্রমানিত হওয়ায় মো. সাইফুল ইসলামকে ৫০ লাখ টাকা, মো. আলী মনসুরকে ১০ লাখ টাকা, মুকুল কুমার সাহাকে ১ লাখ টাকা, লিপিকা শাহাকে ২ লাখ টাকা, মো. আব্দুল হালিমকে ২৫ লাখ টাকা, কমার্স ব্যাংকের ভিপি মোহাম্মদ সাইফুল ইসলামকে ২৫ লাখ টাকা, পদ্মা গ্লাস লিমিটেডকে ৫ লাখ টাকা, রহমত মেটালকে ২ লাখ টাকা এবং কাইউম অ্যান্ড সন্সকে ৫ লাখ টাকা, মরিয়ম নেছাকে ৫ লাখ টাকা, কাউয়ুম অ্যান্ড সন্সকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।