শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের আইপিও ইউনিট বিওতে জমা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২০ ০৯:৪৫:৩০

সম্প্রতি প্রসপেক্টাস অনুমোদন পাওয়া বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের আইপিও ইউনিট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ২০ ফেব্রুয়ারি ফান্ডটির আইপিও ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ৩ কোটি টাকা দেবে। বাকি ২৭ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













