একটি মাছের দাম হাঁকালেন ৭০ হাজার টাকা। কিছুটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজ বুধবার ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে ধানমন্ডি ২৭ নাম্বার রাপা প্লাজার পাশে একজন মাছ বিক্রেতা তার একটি মাছের দাম চেয়েছেন ৭০ হাজার টাকা।
বিক্রেতা জানান এই মাছের নাম ‘বাঘাইল’ মাছ। যা কোন কোন এলাকায় ‘আইড়’ মাছ নামেও প্রসিদ্ধ।এই একটি মাছের ওজন রয়েছে ৩৫ কেজি। যার কেজি প্রতি চেয়েছেন ১৬০০ টাকা। এবং এই একটি মাছের দাম ৭০ হাজার টাকা।
বিক্রেতা জানান, এটি চাষের মাছ নয় নদীর মাছ। সিরাজগঞ্জের যমুনা নদীর মাছ এটি।যা কিনা জেলেরা ‘ছিপ’ ও ‘জাল’ এর মাধ্যমে বিশেষ কায়দায় ধরে থাকেন।
‘বাঘাইল’ মাছের সাথে রয়েছে আরও দুটি কাতল মাছ। যে মাছের ওজন প্রায় ৩০ কেজি।যার দাম হাকানো হয়েছে ৩৫ হাজার টাকা।এই কাতল মাছ দুটিও সিরাজগঞ্জের যমুনা নদীর মাছ।
ক্রেতাদের তেমন দেখা না মিললেও মিলেছে দর্শনার্থীদের দেখা। সবাই তাকে দাম জিজ্ঞেস করেই ক্ষ্যান্ত। কেউ আবার ছবি তুলছে। বিরল এই মাছের সাথে ছবি তুলতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে, তিনি বলেন, এমন মাছ সে এর আগে কখনো দেখেননি। এত বড় মাছ এখনো আছে সে এই ভেবেই অবাক।
তবে বিক্রেতা জানান, এখনো এর থেকেও বড় মাছ রয়েছে আমাদের দেশের নদীতে। এবং তিনি এই মাছের থেকেও আরো বড় মাছ বিক্রি করেছেন।
বিক্রয়েরর প্রসঙ্গে জানতে চাইলে বিক্রেতা সানবিডি প্রতিনিধিকে জানান, এখনো এই মাছ ক্রয় করার মানুষের অভাব নেই। তিনি আশাবাদী বিকালের আগেই মাছ বিক্রি হয়ে যাবে।
সানবিডি/ এনএইচআর