প্যারামাউন্ট বিটিআরসির বিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২০ ১১:৫৪:১৫

প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী কোম্পানি প্যারামাউন্ট বিটিআরসি এনার্জির ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হেভি স্পিড ডিজেল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্যারামাউন্ট বিটিআরসির বিদ্যুৎ প্রকল্পটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটির পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল, প্যারামাউন্ট বিটিআরসি এনার্জির ৪৯ শতাংশ শেয়ারের মালিক। কোম্পানিটি বিপিডিবি থেকে লিখিত নিশ্চয়তা পাওয়ার পরে সিওডি সম্পর্তিক তথ্য নিশ্চিত করবে।
প্রসঙ্গত, প্যারামাউন্ট টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৭৩ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির আয় হয়েছে ৬৩পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৩২ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













