সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-২০ ১৫:৪৯:৪৪

সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৪৮ লাখ টাকার। আগের দিন থেকে লেনদেন ৭৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬১১ কোটি টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












