সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে সাড়ে ১১’শ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৩ ০৯:৩৬:৫০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। টাকার পরিমাণে লেনদেন সাড়ে ১১’শ কোটি টাকা বা ২৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯১৩ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৬৩৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ১৬৪ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ২৬৫ টাকা বা ২৮.৫৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৮ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০৩ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭২৮ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৪০৯ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮১৫ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৮৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭৭১ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বা ০.১১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১১ ও ২০০২ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর।
সপ্তাহজুড়ে সিএসইতে ১০৬ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৯১৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার ২৭৮ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৩ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৩৬০ টাকা বা ২৪ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪২ পয়েন্টে। তবে সিএসই-৩০, সিএসই-৫০ ও সিএসআই ৫৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ, ৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ ও ২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৩১১, ১ হাজার ২৭৬ ও ১ হাজার ১৫৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ২০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












