
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দর পতনের শীর্ষে বীমা কোম্পানির আধিপাত্য লক্ষ্য করা গেছে। পতন তালিকায় ৭০ শতাংশই বীমা কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৪৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে সাভার রিফ্রেক্টরিজের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮.২১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতি ইন্স্যুরেন্সের ১৬.০৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৪.১০ শতাংশ, অগ্রনি ইন্স্যুরেন্সের ১৩.৮২ শতাংশ, বিডি অটোকারসের ১৩.৬১ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ১২.৪১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১১.৯৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১১.৮৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১০.৭২ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০.১৮ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস