ইউনাইটেড পাওয়ারের বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১১:৩০:১৮


বেসরকারী খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ এর মালিকানাধীন ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তেল ভিত্তিক ইউনাইটেড জামালপুর পাওয়ার গত ২১শে ফেব্রুয়ারী হইতে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানীটি ২০১৯ সালের ২০/০৭/২০১৯ ইং তারিখ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৫ মাস আগেই উৎপাদন শুরু করে দিয়েছে। এ প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হবে।

উল্লেখ্য যে, ইউনাইটেড গ্রুপএর অধীনে বর্তমানে ১০ টি বিদ্যুৎ উৎপাদন কারী প্ল্যান্ট পরিচালিত হচ্ছে যার সর্বমোট উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াটের অধিক।

সান বিডি/এসকেএস