ড্রাগন সোয়েটারের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১২:১৪:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা/পরিচালক মোস্তফা কামরুস সোবহান বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ঘোষণা অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের ২৬ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন তিনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা/পরিচালক মোস্তফা কামরুস সোবহানের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৮২২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ২৬ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন তিনি।

তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (In the Public Market) শেয়ার বিক্রয় শেষ করবেন বলে জানিয়েছেন।

সান বিডি/এসকেএস