সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে দেশের অনলাইন পত্রিকাগুলো। বর্তমানে চলমান সব অনলাইন পত্রিকাকে নির্ধারিত ফরম ও হলফনামা পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তথ্য অধিদফতরে জমা দিতে হবে।
আজ রবিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য অধিদফতর আবেদন যাচাই-বাছাই করে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন দেবে।
ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকেও তা সংগ্রহ করা যাবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করা যাবে বলেও বিবরণীতে বলা হয়েছে।
এদিকে জানা গেছে, নিবন্ধন প্রক্রিয়ার পর অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন বিধান চালু করবে তথ্য অধিদফতর। পত্রিকার মতো বিভিন্ন শর্তসাপেক্ষে নির্ধারণ করা হবে কোন অনলাইন পত্রিকা কয়টি অ্যাক্রেডিটেশন কার্ড পাবে।
এ জন্য অনলাইন পত্রিকার জনবল, নিজস্ব কন্টেন্টের পরিমাণ, অ্যালেক্সা র্যাঙ্কিং, গুগল অ্যানালিটিকস, ট্রেড লাইসেন্স ইত্যাদি বিষয় যাচাই করা হবে। এ ছাড়া সরকার নিয়মিত অফিস পরিদর্শনও করবে।
সানবিডি/ঢাকা/রাআ