মেট্রো স্পিনিংয়ের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৪:৩৪:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের  দুই পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দুই পরিচালক মহদ ফেরদৌস কাউসার মাসুদ ও লায়লা আলী দুজনে ৩ লাখ ৬১ হাজার ৩৬৮টি শেয়ার কেনা সম্পন্ন হয়েছে। এর আগে কোম্পানির দুই পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ২৫.০৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২.৪৬ শতাংশ শেয়ার আছে।

সান বিডি/এসকেএস