পতনে শেষ হয়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৫:১৭:১০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। টাকার পরিমাণে লেনদেন পৌনে ২ মাস বা ৩৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৭০ লাখ টাকার। যা ১ মাস ২৩ দিন বা ৩৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কমে। ডিএসইতে চলতি বছরের ১ জানুয়ারি আজকের চেয়েও কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি টাকার।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৬ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ২২৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তীত রয়েছে ২৩টির দর। সিএসইতে ১৫ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস