শেয়ার দর বৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৪ ১৬:২০:০৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  কর্ণফুলী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর গত বৃহস্পতিবার ছিল ১৯.৮০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ২১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৭.৫৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭.২১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৪২ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬.১৮ শতাংশ, বিডি অটো কারের ৫.৯৯ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের ৪.৮৫ শতাংশ ও ওয়াটা কেমিক্যালের ৪.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস